শিরোনাম
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপশক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

অপশক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশ অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোনো অপশক্তি যেন আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে—সে জন্য আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। তিনি গত বুধবার রাতে নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে এবার রেকর্ড সংখ্যক পর্যটক এসেছে  ওপার থেকে। এই ধারাবাহিকতা আগামীতে আরও বাড়বে। আমরা মসজিদ-মন্দির একসঙ্গে থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একে অন্যের সঙ্গে মিলে চলছি। শুধু আমলাপাড়ায় নয় বাংলাদেশের প্রতিটি গ্রামে এমন দৃশ্যই দেখা যাচ্ছে। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, শেখ হাসিনার বাংলাদেশ সবচেয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র। ধর্ম যার যার উৎসব সবার— এ স্লোগান শেখ হাসিনার। রোহিঙ্গাদের নির্যাতন অনেকে বলে এটা মুসলমানদের ওপর নির্যাতন, কিন্তু আমি এটাকে দেখি মানুষের ওপর নির্যাতন। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, আছে এবং ভবিষ্যৎ সময়েও থাকবে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের এডিজি লতিফ খান, কর্নেল লতিফুর রহমান, র‌্যাব-১১-এর সিও লে. কর্নেল কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মঈনুল হকসহ র‌্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর