শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হার্ডিঞ্জ ব্রিজে এবার ইত্যাদি

নিজস্ব প্রতিবেদক

হার্ডিঞ্জ ব্রিজে এবার ইত্যাদি

এবারের ইত্যাদি ধারণ করা হয়েছে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে। শুধু রেল চলাচলের জন্য ইস্পাত নির্মিত এত বিশাল সেতু সারা বিশ্বে বিরল। পেছনে রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ, সামনে সড়ক সেতু লালন শাহ ব্রিজ আর মাঝখানে পাবনা জেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করে নির্মিত ইত্যাদির মঞ্চ। বৈরী আবহাওয়া সত্ত্বেও ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন ঈশ্বরদীতে ছিল উৎসবের আমেজ। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করে হার্ডিঞ্জ ব্রিজের সামনে উন্মুক্ত স্থানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন তাদের প্রিয় ইত্যাদি সামনে বসে সরাসরি উপভোগ করার জন্য। ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস্ লিমিটেড।

সর্বশেষ খবর