মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন

প্রতিদিন ডেস্ক

চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন

জেফ্রি সি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ডব্লিউ (বাম থেকে)

দেহঘড়ির আণবিক সূত্র উদঘাটন করে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট গতকাল চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে জেফ্রি সি হল, মাইকেল রসবাস এবং মাইকেল ডব্লিউ ইয়ংয়ের নাম ঘোষণা করে। নোবেল কমিটির এ বিষয়ক ঘোষণায় বলা হয়েছে, জীবজগতের প্রতিটি সদস্যের মধ্যে নিজস্ব একটি ঘড়ি রয়েছে, যা পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে তাল মেলাতে তাকে সহায়তা করে। এ ধারণা অনেক পুরোনো হলেও এত দিন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি বিজ্ঞানীরা। এই তিন বিজ্ঞানী বহুল প্রতীক্ষিত প্রমাণটিই সবার সামনে হাজির করেছেন। একই সঙ্গে শরীর বৃত্তীয় বিভিন্ন ক্ষেত্রে এ দেহঘড়ির প্রভাবের বিষয়টিও তারা উন্মোচিত করেছেন। নোবেল কমিটি এ আবিষ্কারকে চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে। এবার নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ( প্রায় ১১ লাখ মার্কিন ডলার) এই তিন বিজ্ঞানী ভাগ করে নেবেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আজ পদার্থ, কাল রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর সাহিত্য পুরস্কার কবে ঘোষণা করা হবে, সে তারিখ পরে জানানো হবে বলে নোবেল পুরস্কারের ওয়েবসাইটে জানানো হয়েছে। জীবদেহ কেমন করে ত্রুটিপূর্ণ কোষ ধ্বংস করে নিজের সুরক্ষার ব্যবস্থা করে, আর কোষ কীভাবে নিজের আবর্জনা প্রক্রিয়াজাত করে সুস্থ থাকে, সেই রহস্যে আলো ফেলে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওশুমি গতবছর চিকিৎসায় নোবেল পেয়েছিলেন। বিবিসি, রয়টার্স।

সর্বশেষ খবর