বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দ্বিতীয় টেস্টে নেই তামিমও

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয় টেস্টে নেই তামিমও

থাই মাসলের ইনজুরির জন্য ব্লুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না দেশসেরা ওপেনার তামিম ইকবাল। হয়তো ওয়ানডে সিরিজেও খেলতে না পারেন এই বাঁ-হাতি ওপেনার। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন তামিমের টেস্ট না খেলার বিষয়টি, ‘দক্ষিণ আফ্রিকা থেকে নান্নু ভাই আমাকে জানিয়েছেন প্রথম টেস্টে না খেলার সম্ভাবনা রয়েছে তামিমের। তবে ওয়ানডে সিরিজের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’ পচেফস্ট্রুমে প্রথম টেস্ট খেলেছিলেন থাই মাসলের ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠে। সে জন্য দক্ষিণ আফ্রিকার ফিল্ডিংয়ের সময় ৪৯ মিনিট বাইরে ছিলেন। বাইরে থাকার খেসারত গোনেন ওপেন করতে না পেরে। ৫২ টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ওপেন পজিশনের বাইরে ব্যাটিং করেন তামিম। প্রথম ইনিংসে ৫ নম্বরে ব্যাটিং করে খেলেছিলেন ৩৯ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ওপেন করলেও সাজঘরে ফিরেন শূন্য রানে। তামিম ছাড়াও প্রথমটির মতো দ্বিতীয় টেস্টে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্রামের জন্য সাকিব টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাননি। ২০১৩ সালে গল টেস্টে বাংলাদেশ সর্বশেষ তামিম ও সাকিবকে ছাড়া খেলেছিল। ওই টেস্ট বাংলাদেশ ড্র করেছিল মুশফিকুর রহিমের ২০০ ও মোহাম্মদ আশরাফুলের ১৯০ রানের ইনিংসে ভর করে।

সর্বশেষ খবর