শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি গৃহবন্দী নন

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি গৃহবন্দী নন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গৃহবন্দী নন, তিনি স্বাধীনভাবেই চলাফেরা করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ের অফিস সহকারী মো. সিরাজ মিয়ার নামাজে জানাজা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গত (বৃহস্পতিবার) সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ঢাকেশ্বরীতে লক্ষ্মীপূজায় অংশ নিলেন। এরপর আবার সস্ত্রীক বাসায় ফিরলেন। আবার তিনি অস্ট্রেলিয়ান হাইকমিশনে ভিসার জন্য গেলেন। তিনি যদি গৃহবন্দী হতেন তাহলে দুটি কাজ স্বাধীনভাবে করলেন কীভাবে? অনেকেই প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মওদুদ সাহেবরা দেখা করতে চাইলে করুন। সরকার থেকে কেউ বাধা দেবে না। বিএনপি একের পর এক ইস্যু হারিয়ে নেতাদের মুখে হতাশার সুর। তাই দলীয় নেতা-কর্মীদের চাঙ্গা করতে নানা সময় চটকদার কথা বলছেন। দলীয় সভানেত্রীর কার্যালয়ের অফিস সহকারী সিরাজ মিয়া বৃহস্পতিবার মারা যান।

সর্বশেষ খবর