শনিবার, ৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকারি বাসায় উঠলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক

সরকারি বাসায় উঠলেন সিইসি

ঢাকার ভিআইপি এলাকা মিন্টো রোডের সরকারি বাসায় উঠেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল তিনি এই বাসায় উঠেছেন। এর আগে উত্তরার বাসায় ছিলেন সিইসি। নতুন আবাসিক ঠিকানায় রেড টেলিফোন দ্রুত স্থানান্তরের জন্য বিভাগীয় প্রকৌশলীকেও বলা হয়েছে। কে এম নূরুল হুদার নেতৃত্বে ৫ সদস্যের ইসি নিয়োগ পায় ১৫ ফেব্রুয়ারি। ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদু্জ্জামান জানান, সিইসি মিন্টো রোডের সরকারি বাসায় উঠেছেন। ইসির কর্মকর্তারা বলেন, মন্ত্রিপাড়ায় ইতিপূর্বে সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সরকারি বাসার ব্যবস্থা হয়েছে। সর্বশেষ ইসির সাবেক সচিব পরবর্তীতে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া (২০০৬-২০০৭) মিন্টো রোডে ছিলেন। সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা (১৯৯৬-২০০০) মন্ত্রিপাড়ায় ছিলেন। কে এম নূরুল হুদা দেশের দ্বাদশ সিইসি।

সর্বশেষ খবর