রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে সন্দেহ বিএনপির

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেছেন, রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়টি যুক্তরাষ্ট্রকে বোঝাতে সরকার ব্যর্থ হয়েছে। জাতিসংঘে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমেরিকার সাহায্য দরকার নেই। এ কারণেই বিশ্ব নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা আমাদের প্রয়োজন।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সে লক্ষ্যে সহায়ক সরকারের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা’র এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাগপা সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের সভাপতিত্বে সভায় জাগপা সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সাধারণ সম্পাদক লুত্ফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। ড. মোশাররফ বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন, ভারত, রাশিয়া কেউই এখন বাংলাদেশের পাশে নেই। সরকারের কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অথচ শক্তভাবে ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যেত। রোহিঙ্গারা বেশিদিন থাকলে দেশে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হবে। তাই এখনই বিশ্বব্যাপী জোর কূটনৈতিক তৎপরতা সৃষ্টির মাধ্যমে রোহিঙ্গাদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে— প্রধান বিচারপতি অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত। আমার প্রশ্ন হচ্ছে— একজন অসুস্থ মানুষ কীভাবে মন্দির ও অস্ট্রেলিয়ান অ্যাম্বাসিতে গেলেন? বর্তমান সরকার দেশের বিচার, আইন ও নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতিকে বাধ্য করে ছুটিতে পাঠানো হয়েছে, এটা কেমন পরিস্থিতি? অসুস্থ হলে কীভাবে তিনি মন্দিরে, অ্যাম্বাসিতে গেলেন?

সর্বশেষ খবর