শিরোনাম
সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ফাঁদে পা দিলে নষ্ট হবে স্থিতিশীলতা : কাদের

নিজস্ব প্রতিবেদক

ফাঁদে পা দিলে নষ্ট হবে স্থিতিশীলতা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও  সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোহিঙ্গা সংকট সম্পর্কে বলেছেন, যে কোনো বিষয়ে ঠাণ্ডা মাথায় অপেক্ষা করতে হয়। ফাঁদে পা দিলে গোটা অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে। তিনি বলেন, দেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির কোনো উদ্বেগ নেই। তাদের মূল উদ্বেগ রাজনীতি নিয়ে।

গতকাল রাজধানীর র‍্যাডিসন হোটেলের সামনে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কূটনৈতিক উদ্যোগের ফলে মিয়ানমারের সুর নরম হয়েছে। মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশে এসে  জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেতুমন্ত্রী বলেন, দেশে তিন দফা বন্যা হলো। তারপর এ রকম একটি গভীর সংকটে দেশ নিপতিত। বিএনপি নেত্রী দেশে আসছেন না। তার এ ব্যাপারে কোনো উদ্বেগ, চিন্তা আছে বলে মনে হয় না। তার দলের বাকিরা এখানে বসে শুধু প্রেস ব্রিফিংয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে কর্মীরা যে হতাশ, এ হতাশ কর্মীদের চাঙ্গা করার জন্য তারা আবোলতাবোল বকছেন। এ ছাড়া আমি অন্য কিছু দেখছি না। মিয়ানমার থেকে আবার বাংলাদেশে রোহিঙ্গা ঢল নামতে পারে বলে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, আসতে পারে আশঙ্কা আছে। আমাদের কূটনৈতিক উদ্যোগও অব্যাহত রয়েছে। এ আশঙ্কাটা সত্য হয় কিনা সেটাও দেখতে হবে। মিয়ানমার বার বার সীমান্ত আইন লঙ্ঘন করছে এ বিষয়ে বাংলাদেশ কী পদক্ষেপ নিয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সীমান্ত আইন লঙ্ঘনের কিছু কিছু ঘটনা ঘটেছে। তাদের সামরিক হেলিকপ্টার সীমান্ত লঙ্ঘন করেছিল। কিন্তু পরবর্তীতে বিশ্ব জনমতের চাপে, জাতিসংঘসহ আমাদের কূটনৈতিক উদ্যোগের ফলে সেটা এখন আর হচ্ছে না।

সর্বশেষ খবর