সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রী এ মাসেই যাচ্ছেন মিয়ানমারে

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী এ মাসেই যাচ্ছেন মিয়ানমারে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা এগিয়ে নিতে চলতি মাসেই তিনি মিয়ানমার যেতে পারেন। তিনি বলেন, মিয়ানমার সফরের বিষয়টি আগেই আলোচনায় ছিল। কিন্তু মিয়ানমারের সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। এ মাসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। যেহেতু লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, মিয়ানমার সফরের সময় এ বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আগে ইয়াবা চোরাচালানসহ অন্য যেসব বিষয় নির্ধারিত ছিল, তা নিয়েও আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শনিবার পর্যন্ত ৯১ হাজার ৪২৩ জন রোহিঙ্গার নিবন্ধন হয়েছে। প্রতিদিন গড়ে ৯ হাজার জনের নিবন্ধন করা হচ্ছে। নিবন্ধনের আওতায় না আসলে রোহিঙ্গারা সব ধরনের সহায়তা বঞ্চিত হবেন। তিনি আরও বলেন, সীমান্তের ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানো হবে। কারণ গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উদ্ধার বেশি হয়েছে। মূলত পুলিশি তৎপরতার কারণে এ মাসে বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।

সর্বশেষ খবর