শিরোনাম
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি বিদেশ যেতে চান ১৩ অক্টোবর

থাকবেন ১০ নভেম্বর পর্যন্ত, রাষ্ট্রপতিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি বিদেশ যেতে চান ১৩ অক্টোবর

এস কে সিনহা

ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে যাওয়ার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে চিঠি দিয়েছেন। ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান উল্লেখ করে গতকাল এই চিঠি পাঠানো হয়। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এই চিঠির বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান বিচারপতি দেশের বাইরে যাবেন জানিয়ে একটি চিঠি দিয়েছেন। সেখানে ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের কথা রাষ্ট্রপতিকে অবগত করা হয়েছে।

২ অক্টোবর অসুস্থতার কারণে প্রধান বিচারপতি এক মাসের জন্য ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। এরপর ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত তার ছুটি মঞ্জুর হয়েছে। ছুটি নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অবর্তমানে আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালন করছেন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় তিন বছরের জন্য বিচারপতি সিনহার ভিসা অনুমোদন হয়েছে। গত কয়েকদিনে কয়েক দফায় তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রবিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়ছেন বিচারপতি সিনহা এমন গুঞ্জনে বিমানবন্দরে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনে ভিড় করেন সংবাদকর্মীরা। তবে শেষ পর্যন্ত সেদিন তিনি যাননি। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সংসদ ও সংসদের বাইরে তোপের মুখে পড়া প্রধান বিচারপতি সিনহার দেশের বাইরে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা চলছে।

সর্বশেষ খবর