বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জামায়াত আমিরসহ আটজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে গোপন বৈঠকের সময় আটক জামায়াতের আমির-সেক্রেটারিসহ আটজনকে কদমতলী থানার মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর কদমতলী থানার বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলায় তদন্ত কর্মকর্তা আদালতের নির্দেশে এরই মধ্যে তাদের পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ডে নিয়েছেন।  ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার ফরিদ উদ্দিন বলেন, ২৯ তারিখে দায়েরকৃত দুটি মামলায় আটজনকে গ্রেফতার দেখানো হয়েছে। ১০ দিন করে রিমান্ড চাইলে আদালত পাঁচ দিন করে দুটি মামলায় রিমান্ডের আদেশ দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই মনে হয়েছে তারা বিশেষ কোন উদ্দেশ্যে ওই গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। রিমান্ডে তাদের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছি। জানা গেছে, গতকাল বিকালে মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পরিদর্শক মো. সাজু মিয়া গ্রেফতারকৃত ৮ জনকে প্রত্যেক মামলায় ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. গোলাম নবী পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সোমবার দিবাগত রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ যৌথভাবে গোপন বৈঠকরত অবস্থায় তাদের আটক করে। তারা হলেন— জামায়াতের আমির মকবুল আহমাদ, সেক্রেটারি ডা. শফিকুর রহমান, নায়েবে আমির গোলাম পারোয়ার, চট্টগ্রাম মহানগরী আমির মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম এবং বাড়ির মালিক নওশের। আটকের পরপরই তাদের নিয়ে আসা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে।

গতকাল দুপুরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে আটককৃতদের কদমতলী থানার দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়। গত ২৯ সেপ্টেম্বর ধোলাইপাড় এলাকা থেকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ ও মজলিসে শুরার সদস্য আবদুস সবুর ফকিরসহ ৯ জনকে  গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাদেরকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।

সর্বশেষ খবর