বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তথ্যের গোপনীয়তা সুশাসনের অন্তরায়

নিজস্ব প্রতিবেদক

তথ্যের গোপনীয়তা সুশাসনের অন্তরায়

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, তথ্যের গোপনীয়তা সংস্কৃতি সুশাসনের অন্তরায়। এ জন্য প্রয়োজন গোপনীয়তা সংস্কৃতি থেকে বেরিয়ে উন্মুক্ততার সংস্কৃতিতে উত্তরণ ঘটানো। যা সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি হ্রাসের জন্য অপরিহার্য। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর এ জন্য প্রয়োজন তথ্যের গোপনীয় সংস্কৃতি থেকে বেরিয়ে আসা। গতকাল তথ্য কমিশন ও টিআইবির মধ্যে তথ্য অধিকার আইন ২০০৯ এর কার্যকর বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনের সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাক্ষর করেন। এ সময় প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, তথ্য অধিকার আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস ও জনগণকে ক্ষমতায়িত করে সুশাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা সম্ভব। তথ্য অধিকার আইন ২০০৯ এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে টিআইবি’র সঙ্গে আমাদের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, পরিচালক (প্রশাসন) ভূঁইয়া মো. আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর