বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অনুলিপি পেয়েছে রাষ্ট্রপক্ষ

ষোড়শ সংশোধনী রায় নিয়ে রিভিউ আবেদনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক

বিচারপতির অপসারণে ক্ষমতা জাতীয় সংসদের হাতে নিতে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের প্রত্যয়িত অনুলিপি পেয়েছে রাষ্ট্রপক্ষ। এখন রায় পর্যালোচনার পাশাপাশি পুনর্বিবেচনার আবেদনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গতকাল অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে জানান, অতি সম্প্রতি রায়ের প্রত্যয়িত অনুলিপি হাতে এসেছে। উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাই কোর্ট রায় দিয়েছিল, যার বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত ১৩ জুলাই আপিল বিভাগ সর্বসম্মতিতে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় দেয়। এরপর গত ১ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি তার রায়ে গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ দেন। পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিনই সংশ্লিষ্ট শাখায় রায়ের প্রত্যয়িত অনুলিপি চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

সর্বশেষ খবর