শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তারা অরাজকতা করতে চায়

—ক্যাপ্টেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেছেন, মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্বব্যাপী সমাদৃত ও প্রশংসিত, তখন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায়। শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী নন, তিনি এখন বিশ্বমানবতাবাদী নেতা। বিশ্বের নির্যাতিত, নিপীড়িত মানুষের নেতা। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। আয়োজক সংগঠনের মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপুর পরিচালনায় এতে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটির নির্বাহী চেয়ারম্যান হারুনুর রশিদ, আনোয়ার হোসেন পাহাড়ি বীরপ্রতীক, শরীফ উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি হুমায়ুন কবির প্রমুখ। ক্যাপ্টেন তাজুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বদরবারের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন লন্ডনে বসে মা-পুতে সরকার উত্খাতের ষড়যন্ত্র করছেন। তারা হুকুম দিয়ে জামায়াত-শিবিরকে মাঠে নামিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চান। কিন্তু দেশের মানুষ খালেদার ষড়যন্ত্র সফল হতে দেবে না। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সরকার যখন রোহিঙ্গাদের নিয়ে সেইফ জোনে নেওয়ার কথা ভাবছে ঠিক সেই মুহূর্তে বিএনপি তার বিরোধিতা করছে। এর কারণ বিএনপি এই রোহিঙ্গাদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়াতে চায়, তাদের জেঙ্গি বানাতে চায়।

বাঞ্ছারামপুরে শ্রমিক সমাবেশ : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল বিকালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক সৈয়দ মো. আজিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.)। সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসু ইসলাম, বাঞ্ছারামপুর পৌর মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মো. তফাজ্জল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সনি আক্তার সুচি, বাঞ্ছারামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার ও মিন্টু রঞ্জন সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূইয়া প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর