শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ক্ষুধা সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

পেছনে ভারত-পাকিস্তান

প্রতিদিন ডেস্ক

ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) প্রকাশিত চলতি বছরের বৈশ্বিক ক্ষুধা হার সূচক প্রতিবেদনে বাংলাদেশের দুই ধাপ অগ্রগতির খবর দেওয়া হয়েছে। বিশ্বের উন্নয়নশীল ১১৯টি দেশের তালিকায় গত বছর বাংলাদেশের  অবস্থান ছিল ৯০তম। এবার দুই ধাপ এগিয়ে ৮৮তম স্থান পেয়েছে। গতকাল ওয়াশিংটনভিত্তিক যুক্তরাষ্ট্রের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) প্রকাশিত হয়। জনসংখ্যার পুষ্টিহীনতা, শিশু মৃত্যুসহ চারটি সূচকের সমন্বয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়। জিএইচআই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ক্ষুধার মাত্রা ২০০০ সালের চেয়ে ২৭ শতাংশ কমেছে। এই প্রতিবেদনে এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশগুলোর মধ্যে আফগানিস্তান প্রথম (১০৭তম), পাকিস্তান দ্বিতীয় (১০৬তম) ও ভারতের (১০০তম) অবস্থান তৃতীয় দেখানো হয়েছে। বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে নেপাল (৭২তম), মিয়ানমার (৭৭তম), শ্রীলঙ্কা (৮৪তম) এবং চীন (২৯তম)-এর অবস্থানকে।  সবচেয়ে বেশি ক্ষুধায় জর্জরিত যুদ্ধবিধ্বস্ত মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১১৯তম), চাদ (১১৮তম), সিয়েরালিওন (১১৭তম), মাদাগাস্কার (১১৬তম) ও জাম্বিয়া (১১৫তম)।

সর্বশেষ খবর