শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি

সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলা ভাঙচুর

বহরে থাকা অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির কাচ ভেঙে গেছে —বাংলাদেশ প্রতিদিন

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের তালমা বাজারে হামলার শিকার হয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা নগরকান্দায় যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে সংসদ উপনেতার গাড়িবহরটি তালমা এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের বিক্ষুব্ধ একটি অংশ তার গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় গাড়িবহরে থাকা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বিক্ষুব্ধদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ ও সংসদ উপনেতার নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তারক্ষীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গাড়িবহরে লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এতে সংসদ উপনেতাকে বহন করা গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পুলিশের তিনটি এবং বহরে থাকা আরও দুটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত সাজেদা চৌধুরীকে নিরাপদে নিজ বাড়ি সালথা উপজেলার গট্রি ইউনিয়নের রসুলপুর গ্রামের হামিদ মঞ্জিলে পৌঁছে দেয়। হামলার পরপরই তালমা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গাড়িবহরে থাকা ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন জানান, বেলা আড়াইটার দিকে তালমা বাজারে স্থানীয় বেশ কিছু লোকজন সংসদ উপনেতার গাড়িটি থামানোর চেষ্টা করে। পরবর্তীতে তারা গাড়িবহরে হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা চালানো হয়। তিনি বলেন, তালমা এলাকার একজন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীর লোকজন এ হামলার সঙ্গে জড়িত। নগরকান্দা যুবলীগ নেতা সেলিম জানান, সংসদ উপনেতার গাড়িতে যারা হামলা চালিয়েছে তারা সন্ত্রাসী। সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়া বলেন, প্রবীণ একজন নেত্রীর গাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের উপযুক্ত বিচার হওয়া উচিত। ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি করছি। সংসদ উপনেতার গাড়িবহরে হামলার পরপরই হাজার হাজার নেতা-কর্মী ভিড় জমান সৈয়দা সাজেদা চৌধুরীর ‘হামিদ মঞ্জিলের’ বাড়িতে। তারা সন্ত্রাসীদের গ্রেফতার চেয়ে স্লোগান দিতে থাকে। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী উত্তেজিত হয়ে রাস্তায় আসতে চাইলে সংসদ উপনেতার ছেলে আয়মান আকবর বাবলু চৌধুরী তাদের শান্ত করার চেষ্টা করেন। ঘটনার পরপরই জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংসদ উপনেতার বাড়িতে ছুটে যান। তারা দীর্ঘসময় সংসদ উপনেতার সঙ্গে কথা বলেন। গাড়িবহরে হামলায় নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম আহত হন। তাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে সংসদ উপনেতা সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন তার ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়মান আকবর বাবলু চৌধুরী। বাবলু চৌধুরী বলেন, প্রবীণ একজন নেত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় তিনি হতবাক হয়েছেন। এদিকে, সংসদ উপনেতার ওপর হামলার খবর পেয়ে নগরকান্দা-সালথার আওয়ামী লীগের কয়েক হাজার নেতা-কর্মীকে লাঠি, ঢাল-সড়কি নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা গেছে। বর্তমানে ঘটনাস্থল তালমা বাজারসহ নগরকান্দার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ করতে দেখা গেছে।

সর্বশেষ খবর