শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
প্রতিক্রিয়া

মন্ত্রী ভুয়া চিঠি দেখিয়েছেন

--------- মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রী ভুয়া চিঠি দেখিয়েছেন

প্রধান বিচারপতিকে নিয়ে মিথ্যাচার করে সরকার বিচার বিভাগকে অপমানিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘প্রধান বিচারপতি একটি প্রতিষ্ঠান।

সরকারের উচ্চ পর্যায় থেকে প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি সরকার ধূলিসাৎ করেছে। প্রধান বিচারপতি বিদেশ যাওয়ার আগে তার বাস ভবনের সামনে গতকাল একটা লিখিত বক্তব্য দিয়ে গেছেন। ওই বক্তব্যের মাধ্যমে দুটি বিষয় প্রমাণিত। একটি হলো— আইনমন্ত্রী ২ অক্টোবর লেখা যে চিঠি  দেখিয়েছেন সে চিঠি প্রধান বিচারপতি লেখেননি এবং তিনি তাতে সইও করেননি। আইনমন্ত্রী ভুয়া চিঠি দেখিয়েছিলেন। আরেকটা হলো— প্রধান বিচারপতি কখনই অসুস্থ ছিলেন না। তিনি সুস্থ আছেন— সে কথাই জাতির কাছে বলে গেছেন।’ গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, ‘২ অক্টোবর লেখা প্রধান বিচারপতির যে চিঠি দেখানো হয়েছিল, সেটি ছিল একটি ভুয়া চিঠি। আইনমন্ত্রী যে চিঠিটা আপনাদের (সাংবাদিকদের) দেখিয়েছিলেন তাতে ছয়টি বানান ভুল ছিল। চিঠিতে তার (প্রধান বিচারপতি) সই কিনা তা নিয়েও সন্দেহ দেখা গেছে।’ ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এর প্রতিক্রিয়া হবে গভীর। এটা কখনো কল্পনা করা যায় না। সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী, আইনি সহায়তা না নিয়ে রিভিউ করার সুযোগ থাকার পরও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছেন তাতে এটাই প্রমাণিত হয়, সরকার স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করে না। সেটাই বিচারপতি সিনহা যাওয়ার সময় নিশ্চিত করে গেছেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছেন। তিনি অত্যন্ত সুস্পষ্ট করে বলেছেন, আমি স্বেচ্ছায় যাচ্ছি। তিনি তার কথাটা জাতির কাছে তুলে ধরেছেন। বিচার বিভাগের স্বাধীনতা থাকবে কিনা সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।’

সর্বশেষ খবর