রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাই যথেষ্ট

----- হাফিজউদ্দিন খান

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেছেন, সরকার না চাইলে সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য প্রধানমন্ত্রীর ইচ্ছাটাই গুরুত্বপূর্ণ। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র বিষয়ক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দ্য ঢাকা ফোরামের আয়োজনে এতে বক্তব্য দেন—

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত সেরাজুল ইসলাম। আলোচনায় হাফিজউদ্দিন খান বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন চায় কিনা এটা গুরুত্বপূর্ণ। সরকারের যদি সেই ইচ্ছা না থাকে কখনো ভালো নির্বাচন করা যাবে না। যে কোনো সরকারের মনে রাখা উচিত, কী ধরনের সরকার ব্যবস্থা হলে অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়ন ভালোভাবে করা সম্ভব হবে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ইচ্ছাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সরকার যদি মনে করে তারা নির্বাচন অবাধ ও স্বচ্ছ করবে তাহলে সেটা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সোচ্চার হতে হবে। সরকার যাতে হস্তক্ষেপ করতে না পারে, এ জন্য অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। সেনাবাহিনী মোতায়েন করতে হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নিতে হবে। আমি অনুরোধ জানাব কোনো দল যেন নির্বাচন বয়কট না করে। অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, অংশীদারমূলক সরকার না হলে অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়ন আমরা ভালোভাবে করতে পারব না। তিনি সুশাসন ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর