রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি নির্বাচনে আসবে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নির্বাচনে আসবে

দশম সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। গতকাল সিদ্ধেশ্বরী গার্লস কলেজে (ঢাকা মহানগরীর) ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ সব কথা বলেন। সিইসি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের প্রতি বিএনপির আস্থা রয়েছে এবং তারা আগামী নির্বাচনে অংশ নেবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে অনীহা জানিয়ে বিএনপি নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আজ ইসির চলমান সংলাপে বিএনপি অংশ নেওয়ার কথা জানালেও এই নির্বাচন কমিশন নিয়ে সমালোচনাও করে যাচ্ছে বিএনপি। এদিকে গতকাল সিইসির পাশাপাশি নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,  মো. রফিকুল ইসলাম জিগাতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কবিতা খানম মুসলিম মডার্ন একাডেমিতে এবং ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করেন। ভোটার হালনাগাদ কার্যক্রম পরিদর্শনের সময় সিইসির সঙ্গে ছিলেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দীন মণ্ডলসহ অন্য কর্মকর্তারা। সিইসির নূরুল হুদা বলেন, ইসির সংলাপে অংশ নেওয়া মানেই তারা নির্বাচনেও অংশ নেবে, আমাদের কাজের ওপর তাদের আস্থা রয়েছে। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সব রজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সুপারিশগুলো পুস্তিকা আকারে প্রকাশ করা হবে। ইসির আওতায় আছে এমন প্রস্তাবগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব। সাংবিধানিক বিষয়গুলো নিয়ে পরবর্তী করণীয় ঠিক করতে কমিশন নিজেরা বসবে। তবে সব ধরনের সুপারিশ সংলাপে অংশ  নেওয়া দলও সরকারের কাছে পাঠানো হবে। প্রবাসীদের ভোটার করার বিষয়ে সিইসি বলেন, অনলাইনে আবেদন করতে পারবেন। কিন্তু প্রবাসীদেও ভোটার করার  ক্ষেত্রে তাদের উপস্থিতির দরকার। কারণ নিবন্ধনের জন্য ফিঙ্গার প্রিন্ট বা ছবি তোলার কাজ রয়েছে। এ ছাড়া প্রবাসীরা  ভোটার হতে গেলে তাদের ভিআইপিভাবে দ্রুততার সঙ্গে  ভোটার করার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া আছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর