সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি দুই দিনের সফরে গতকাল সকাল সাড়ে দশটায় ঢাকায় এসেছেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখতে এ সফরে আজ তিনি কক্সবাজার যাবেন। মালয়েশিয়ার বৈদেশিক কর্মসংস্থান বিষয়াদির দেখভাল করা আহমাদ জাহিদ হামিদি গত সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসিসহ বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে আজ দুপুরের পর বিশেষ বিমানে কক্সবাজার থেকেই বাংলাদেশ ছেড়ে যাবেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী হামিদাহ বিনতি খামিস, মানবসম্পদ মন্ত্রী ড. রিচার্ড রায়ট আনাক জায়েম এবং মালয়েশিয়ার সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। উপ-প্রধানমন্ত্রীর এ সফর রোহিঙ্গাদের ব্যাপারে মালয়েশিয়ার উদ্বেগের প্রতিফলন। এটা শুধু দ্বিপক্ষীয় সহযোগিতাই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও সম্পর্ক জোরদার হবে।

সর্বশেষ খবর