সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দরিদ্র মানুষ বনসাঁই গাছের মতো

নিজস্ব প্রতিবেদক

দরিদ্র মানুষ বনসাঁই গাছের মতো

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্যা নিউইয়র্ক টাইমস। ওই সাক্ষাৎকারে পত্রিকাটির সাংবাদিক ডেভিড বর্নস্টেইনকে ইউনূস বলেন, ‘দারিদ্র্য দরিদ্র মানুষদের দ্বারা সৃষ্ট হয়নি, আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি এটা তারই ফসল। দরিদ্র মানুষ হচ্ছে বনসাঁই গাছের মতো। আপনি বনের সবচেয়ে বড় গাছটার সবচেয়ে ভালো বীজটা নিলেন, কিন্তু আপনি যদি এটা ফুলের টবে রেখে বড় করতে যান তাহলে এর উচ্চতা হবে মাত্র এক মিটার। দোষ বীজের নয়। সমস্যা হচ্ছে পাত্রের আয়তনের। সমাজ দরিদ্র মানুষকে অন্য সবার মতো বেড়ে ওঠার ভিত্তিটা দেয় না। মূল সমস্যাটা এখানেই নিহিত।’ ইউনূস সম্প্রতি ‘দ্যা ওয়ার্ল্ড অব থ্রি জিরোস : দ্যা নিউ ইকোনমিকস অব জিরো প্রভার্টি, জিরো আনইমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন ইমিশন’ শিরোনামে একটি বই লিখেছেন যেখানে তিনি যুক্তি দেখিয়েছেন, পুঁজিবাদ একটি সংকটের ভিতর দিয়ে যাচ্ছে এবং তা মানবীয় প্রণোদনা সম্পর্কে একটি ভুল ধারণার মধ্যে আবদ্ধ হয়ে আছে। তিনি অর্থনীতিতে সামাজিক ব্যবসার একটি অনেক বেশি শক্তিশালী ভূমিকার প্রস্তাব করছেন যাকে তিনি ব্যাখ্যা করছেন ‘মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়োজিত’ ‘ব্যক্তিগত-মুনাফা বিহীন’ কোম্পানি হিসেবে। ১০ অক্টোবর প্রকাশিত এই সাক্ষাৎকারে বলা হয়েছে, ৭৭ বছর বয়সেও ইউনূসের মধ্যে শ্লথতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে কর্মযজ্ঞের ভিতর দিয়ে তিনি এখনো এগিয়ে যাচ্ছেন তার পরিধি বিশাল— বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, হাইতি, ভারত, জাপান, উগান্ডা এবং আরও অগণিত দেশে সামাজিক ব্যবসাকে সহায়তা দিয়ে যাওয়া বা সহ-সৃষ্টি করা।

সর্বশেষ খবর