মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিবৃতির প্রেক্ষাপট ফুল কোর্টকে জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

বিবৃতির প্রেক্ষাপট ফুল কোর্টকে জানালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টে ফুলকোর্ট মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিকাল চারটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ মিটিং চলে। এতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, গত শনিবার কোন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট প্রশাসন প্রধান বিচারপতির ব্যাপারে বিবৃতি দিয়েছিল, প্রধান বিচারপতির দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ফুলকোর্ট মিটিংয়ে বিচারপতিদের সে বিষয়টি অবহিত করেন। এছাড়া বৈঠকে প্রধান বিচারপতির ছুটির বিষয়েও আলোচনা হয়। এর আগে রবিবার এক নোটিসে ফুলকোর্টের এই মিটিং ডাকা হয়। শুক্রবার বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতি এক বিবৃতিতে বলেন, আমি সুস্থ আছি। ইদানীং একটি রায় নিয়ে আমার সমালোচনা করা হচ্ছে। এতে আমি বিব্রত। এরপর শনিবার প্রধান বিচারপতির লিখিত বিবৃতিকে বিভ্রান্তিমূলক বলে আখ্যায়িত করে পাল্টা বিবৃতি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই বিবৃতিতে প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার ও নৈতিক স্খলনসহ ১১টি অভিযোগের কথা উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর