মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা

কাল দ্বিতীয় ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও টাইগারদের শুরুটা হয়েছে বাজেভাবে। কিম্বার্লির ডায়মন্ড ওভালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে সবচেয়ে বেশি ২৭৮ রান করেছিলেন মাশরাফিরা। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সেই ম্যাচেই কিনা বোলারদের ব্যর্থতায় হারতে হয়েছে ১০ উইকেটে। কাল পার্লে দ্বিতীয় ওয়ানডে। হারলেই সিরিজ শেষ। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তবে এ ম্যাচে খেলতে পারেন তামিম। কিন্তু মুস্তাফিজুরের খেলার সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে বাজেভাবে হারার জন্য বোলারদেরই দায়ী করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, ‘বোলাররা যেভাবে বোলিং করেছেন, এ নিয়ে তারাই চিন্তা করবেন!’ গতকাল কিম্বার্লি থেকে কেপটাউনে গেছে বাংলাদেশ দল। খেলা পার্লে হলেও টিম দক্ষিণ আফ্রিকার রাজধানী শহর কেপটাউনেই থাকবে। কেপটাউন থেকে পার্লের দূরত্ব মাত্র এক ঘণ্টার।

সর্বশেষ খবর