বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডেতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজ পার্লেতে দ্বিতীয় ম্যাচ। হারলেই সিরিজ শেষ। ‘ডু অর ডাই’ ম্যাচে দলের সেরা বোলারকে পাচ্ছে না মাশরাফিরা। পা মচকে যাওয়ায় খেলতে পারছেন না মুস্তাফিজুর রহমান। তবে ইনজুরি থেকে এ ম্যাচেই ফিরছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। আজ ম্যাচে জিতলে সিরিজে সমতা আসবে। তখন শেষ ম্যাচটি হবে ফাইনাল। তবে টাইগাররা এই ম্যাচে হেরে গেলে শেষ ম্যাচটি হয়ে যাবে নিছক আনুষ্ঠানিকতা মাত্র। দুই টেস্টের সিরিজে বিধ্বস্ত হওয়ার পর প্রথম ওয়ানডে ১০ উইকেটের হার বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিয়েছে। তারপরেও এই ম্যাচে জয়ের জন্য মরিয়া টাইগাররা। একটি জয়ই বদলে দিতে পারে সব কিছু। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। সেখানকার উইকেট খুব বেশি বাউন্সি নয়। অনেকটা কিম্বার্লির উইকেটের মতো ধীরগতির। এমন উইকেটে ভালো করতে হলে দাপট দেখাতে হবে বোলারদের। এই ভেন্যুতে সবশেষে ওয়ানডে ম্যাচ হয়েছিল ২০১৩ সালে। বোল্যান্ড পার্কে যে ১০টি ম্যাচ হয়েছে গড়ে ইনিংস প্রতি রান হয়েছে ২৫৮ করে। তিন শতাধিক রানও হয়েছিল দুই ইনিংসে। একবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিল ভারত,  শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশকে জিততে হলে তিন শতাধিক করার বিকল্প নেই। কারণ একটাই— টাইগারদের বোলিং আক্রমণ ততটা শক্তিশালী নয়!

সর্বশেষ খবর