বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ভারত তিস্তা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ

—— রাম মাধব

কলকাতা প্রতিনিধি

ভারত তিস্তা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ

পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই বহু প্রতীক্ষিত তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক রাম মাধব। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টনের বিষয়ে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি নদী উৎসবে যোগ দিতে বাংলাদেশ সফর করেন বিজেপির এই প্রভাবশালী নেতা। এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতাকালে রাম মধাব জানান, ‘বাংলাদেশর সঙ্গে তিস্তার পানি বণ্টন করার বিষয়ে ভারত প্রতিজ্ঞাবদ্ধ। আর এ জিনিসটা হবে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের মধ্য দিয়ে। আর এ লক্ষ্যেই আমরা বাংলাদেশের সঙ্গে বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে চলেছি। কিন্তু এক্ষেত্রে কিছু রাজনৈতিক বিষয় এসেই যায়, যেগুলোর সমাধান প্রয়োজন। কিন্তু একটা বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, দুই বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে আমাদের মধ্যে যা কিছু ভালো আছে তা আমাদের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে’। এদিকে দুই দেশের মধ্যে তিস্তা চুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীও। সোমবারই দিল্লিতে ফরেন করেসপনডেন্টস ক্লাব (এফসিসি) আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আলী জানান, ‘আমি নিশ্চিত যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ যখন ঢাকা সফর করবেন তখন আমরা এ ইস্যুতে মতবিনিময় করব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা চুক্তি করার চেষ্টা করব। উল্লেখ্য ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও একেবারে শেষ মুহূর্তে মমতার আপত্তিতে তা ভেস্তে যায়। এর পর দুই দেশের তরফে বিভিন্ন স্তরে একাধিকবার চেষ্টা সত্ত্বেও তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি।

সর্বশেষ খবর