শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
বিশেষজ্ঞ অভিমত

অপরিহার্য প্রস্তাবগুলোই রাখতে হবে

— বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

অপরিহার্য প্রস্তাবগুলোই রাখতে হবে

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনে (ইসি) রাজনৈতিক দলসহ বিভিন্ন  প্রতিনিধির পক্ষ থেকে নানা প্রস্তাব গেছে। এখন এগুলো সঠিকভাবে যাচাই-বাছাই করতে হবে। সব প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়। সবাইকে আস্থায় আনাও কঠিন। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য প্রস্তাবগুলোই রাখতে হবে ইসিকে। নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সংলাপে দেওয়া বিভিন্ন প্রস্তাবের পর গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।  প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাব বিপরীতমুখী— এমন বিষয়ে তিনি বলেন, প্রধান দুই দল বিপরীতমুখী হওয়ার মূল কারণ তাদের স্বার্থ। তারা দুই দলই নিজেদের মতো করে জিততে চায়, ক্ষমতায় যেতে চায়। এ কারণেই তাদের প্রস্তাবগুলোও পাল্টাপাল্টি। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে (ইসি) ভিন্ন মানদণ্ড ব্যবহার করে এগুলো মূল্যায়ন করতে হবে। তাদের কোনগুলো করলে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—সেটা যাচাই-বাছাই করে বের করতে হবে। কোনগুলো অপরিহার্য, তাকে গুরুত্ব দিতে হবে। নির্বাচন হতে হবে প্রতিযোগিতামূলক, কোনোভাবেই যেন একপাক্ষিক না হয়—সেদিকেই দৃষ্টি থাকবে ইসির। সুজন সম্পাদক বলেন, সবাইকে আস্থায় আনতে পারবে না নির্বাচন কমিশন। সেটার প্রয়োজনও নেই। গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো নিয়েই তাদের কাজ করতে হবে। তাদের ঠিক করতে হবে কোনগুলো গ্রহণ করা জরুরি।

কোনটা না করলে নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না সেটাই ইসিকে করতে হবে। মনে রাখতে হবে, রাজনৈতিক দলের লক্ষ্য হলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা। আর ইসির লক্ষ্য হলো সুষ্ঠু নির্বাচন করা।

সর্বশেষ খবর