শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সেই আত্মঘাতী কিশোরের মোবাইলে ‘ব্লু হোয়েল’ গেম!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে আত্মঘাতী কিশোর সায়েম দেওয়ানের (১৫) মোবাইল ফোনের মেমোরি কার্ডে ‘ব্লু হোয়েল’ গেমসের তথ্য পাওয়া গেছে। এর আগে গত সোমবার রাতে পশ্চিম কাজীপাড়ার একটি বাসা থেকে সায়েমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, এক সময় সায়েম মনিপুর স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরে লেখাপড়া ছেড়ে সে বাবার চায়ের দোকানের পাশে গ্যাস লাইটারের দোকান দেয়। ঘটনা তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, আরও গভীর তদন্ত করে সায়েমের মৃত্যুতে ব্লু হোয়েল (নীল তিমি) গেমের প্রভাব ছিল কিনা- তা জানা যাবে। তার মোবাইলে পাওয়া তথ্যে মনে হয়েছে, সে ওই গেমটি খেলত। মোবাইলটির মেমোরি কার্ডে ২৫টির মতো অন্ধকারের ছবি পাওয়া গেছে। আত্মহত্যার আগে জ্যামিতি বক্সের কাঁটা-কম্পাস দিয়ে ফুঁড়ে সে হাতে নীল তিমি এঁকেছিল।

আদালতের অনুমতি পেলে ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হবে। ফরেনসিক পরীক্ষা শেষে সায়েমের মৃত্যুর কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে। 

সর্বশেষ খবর