শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হাসিনার সংবর্ধনায় খালেদার ২০ গুণ লোক ছিল : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে বিশৃঙ্খল দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিনা কারণে খালেদা জিয়ার দেশে ফেরার দিন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বিএনপি। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে যত মানুষ জড়ো হয়েছিল, শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে তার ২০ গুণ মানুষ হয়েছিল। আওয়ামী লীগের কর্মসূচিতে মানুষ বেশি হলেও শৃঙ্খলাবদ্ধ ছিল বলে জনভোগান্তি হয়নি। অন্যদিকে বিএনপির কর্মসূচিতে মানুষ কম থাকলেও বিশৃঙ্খলা ছিল বলে জনগণকে ভোগান্তি পোহাতে হয়েছে। আওয়ামী লীগের কর্মসূচিতে সর্বস্তরের লোকজনের অংশগ্রহণ ছিল। এত সুশৃঙ্খল সংবর্ধনা আমি আগে লক্ষ্য করিনি। গতকাল সেতু ভবনে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে গৃহীত বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের আওতায় উত্তরা হাউস বিল্ডিং থেকে টঙ্গী চেরাগআলী পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক এবং দশ লেন টঙ্গী সেতু নির্মাণের লক্ষ্যে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনে বিএনপির দেওয়া প্রস্তাব জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ জনস্বার্থ মাথায় রেখে প্রস্তাব দিয়েছে। বিএনপি দলীয় স্বার্থে প্রস্তাব দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, তারা যে প্রস্তাব দিয়েছে তা তাদের দলীয় স্বার্থে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে তাদের সুবিধা, সেভাবেই প্রস্তাব করেছে। আর আওয়ামী লীগ যে প্রস্তাব দিয়েছে তা হচ্ছে জনস্বার্থে। আমরা দলীয় স্বার্থে প্রস্তাব দিইনি। আমরা প্রস্তাবগুলো দিয়েছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। পার্থক্য এখানেই। নির্বাচন কমিশনও আওয়ামী লীগের এ প্রস্তাবকে সাধুবাদ দিয়েছে। কমিশনাররা কেউ কেউ বলেছেন, আওয়ামী লীগের এ প্রস্তাবে অবাধ, নিরপেক্ষ, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, তা আছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতের জবানবন্দির বিষয়ে তিনি বলেন, আদালত নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি। রায় পক্ষে গেলে বিচার বিভাগ স্বাধীন, আর বিপক্ষে গেলে বিচারকদের প্রভাব খাটানোর অভিযোগ। তিনি প্রশ্ন রেখে বলেন, ১৫০ বারের বেশি শুনানির তারিখ পেছানো কি আদালতের প্রতি আস্থা প্রমাণ করে? চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং জিয়াংসু প্রোভিন্সিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ঝাং শিয়াও য়্যু নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, চুক্তি অনুযায়ী সাড়ে চার কিলোমিটার এলিভেটেড ফ্লাইওভার এবং টঙ্গী সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় ৯৩৫ কোটি টাকা। উড়ালসড়কটি সাড়ে তিন কিলোমিটার হবে ছয় লেনের এবং এক কিলোমিটার হবে দুই লেনের। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, বিআরটি নির্মাণ প্রকল্পের পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর