শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ইসিকে আলোচনার পথ তৈরি করতে হবে

নিজস্ব প্রতিবেদক

ইসিকে আলোচনার পথ তৈরি করতে হবে

নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নির্বাচন কমিশনকে আলোচনার পথ তৈরি করতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করাই নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। সেই মানের নির্বাচন করার স্বার্থে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার পথ দেখানোর এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। নির্বাচন কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশন ব্যর্থ হলে আরেকটি ৫ জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মান্না বলেন, সংবিধানের ১১৯ ধারা নির্বাচন কমিশনকে সংসদ সদস্য নির্বাচনের দায়িত্ব দিয়েছে। প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। তিনি বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন হতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, তার দলের জেলা নেতাদের হুমকি দেওয়া হয়েছে, তারা যেন দলীয় কর্মসূচি পালন করতে না পারে।  এ সময়  দলের শীর্ষ নেতা এস এম আকরাম, দেলোয়ার হোসেন, শহীদুল্লাহ কায়সার, অ্যাডভোকেট ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর