শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চীনকে হারিয়ে সরাসরি এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে হকিতে বাংলাদেশ সুপার ফোরে খেলবে না তা আগেই অনুমান করা গিয়েছিল। গ্রুপ পর্বে পাকিস্তান, ভারত ও জাপানের কাছে হেরে জিমিদের প্রত্যাশিত স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে। গতকাল চীনকে টাইব্রেকারে হারিয়ে আসরে ষষ্ঠ স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। এর ফলে আগামী এশিয়া কাপে সরাসরি চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন জিমিরা। আজ রাতে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। জিতলে পাঁচে থেকে আসর শেষ  করতে পারবেন স্বাগতিকরা। চীনের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ফাইনাল। হারলেই বাছাই পর্বে খেলতে হতো। তা ছাড়া নিজ দেশে সাত কিংবা আটে থাকতে লড়বে এর চেয়ে বড় লজ্জা আর কী হতে পারে। চীন দল হিসেবে তেমন শক্তিশালী নয়। জিমিরা জিতবেন এই আশা ছিল ক্রীড়ামোদীদের। কিন্তু ম্যাচের যে চেহারা দাঁড়িয়েছিল তাতে বাংলাদেশের হারের শঙ্কাই জেগে উঠেছিল। ১৭ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে ডু তালাকের ২ গোলে চীন এগিয়ে যায়। ২৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান কমান আশরাফুল। ২৮ মিনিটে ডু তালাকের ফের গোল। ১-৩ গোলে পিছিয়ে যান স্বাগতিকরা। ৫৩ মিনিটে মিলন হোসেন গোল করলে ম্যাচের উত্তেজনা তুঙ্গে ওঠে। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদ সমতা ফেরালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। ৩-৩ গোলেই নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয়। শুট আউটেও উত্তেজনা। মে দিহাও, জিঝিয়াং চীনের পক্ষে ২ গোল করেন। বাংলাদেশের শিটুল ও নাইমউদ্দিন গোল করেন। মাওঝু তৃতীয়টি মিস করেন। একই পথে হাঁটেন বাংলাদেশের সবুজও। চীনের ইয়াং গোল করেন। মিশোও জালে বল পাঠান। পঞ্চম শুটে গোল মিস করেন চীনের জিয়াং পিং। অধিনায়ক রাসেল মাহমুদ শেষ গোলটি করলে বাংলাদেশ জিতে যায়। টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য ছিল পাঁচে থাকা। দেখা যাক, জাপানকে হারিয়ে সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা জিমিরা।

সর্বশেষ খবর