শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের কড়া সমালোচনায় ওবামা বুশ

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রেসিডেন্টরা ঐতিহ্যগতভাবেই তাদের উত্তরসূরিদের ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে গত নয় মাস ধরে একদমই নীরব ছিলেন। ওবামার উত্তরসূরি জর্জ ডাব্লিউ বুশও ওবামার ব্যাপারে একই রীতি বজায় রেখেছিলেন। তবে এবার সাবেক এ দুই প্রেসিডেন্ট দীর্ঘ নীরবতা ভেঙে ট্রাম্পের নেতৃত্বের পরোক্ষ সমালোচনা করলেন। দেশটির রাজনৈতিক পরিবেশ যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার জন্য বর্তমান সরকারকে ইঙ্গিত করলেও সাবেক দুই প্রেসিডেন্টের কেউই ট্রাম্পের নাম উচ্চারণ করেননি। ট্রাম্পের ক্ষমতার মাত্র নয় মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে বিদ্যমান রাজনৈতিক আবহের ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এ দুই নেতা। ‘বিভক্তি ও ভয়ভীতির রাজনীতি’ প্রত্যাখ্যানের জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। অপরদিকে জর্জ বুশ আমেরিকানদের জীবনে বিরাজমান ভয়ভীতি ও ভ্রান্ত-ধারণার কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাবেক পূর্বসূরিদের এ ধরনের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে পাওয়া যায়নি। নিউজার্সি রাজ্যের নেওয়ার্কে ডেমোক্র্যাটিক দলের এক প্রচারাভিযান ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা ব্যক্ত করেন বারাক ওবামা। মার্কিনিরা যে ভয়ভীতির রাজনীতি ও বিভক্তির রাজনীতি কখনোই মেনে নেয় না এ ব্যাপারে বিশ্বকে একটা স্পষ্ট বার্তা আমেরিকানদের দেওয়া উচিত বলে বক্তব্যে বলেন ওবামা। যুক্তরাষ্ট্রে কয়েক শতাব্দী আগে যে ধরনের বিভক্তির রাজনীতি বিদ্যমান ছিল তা আবারও দেশটিতে ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। ওবামার ভাষায়, ‘ওই ধরনের রাজনীতির (বিভক্তি) কিছুটা এখন আমরা দেখছি যার ইতি ঘটাতে পারব বলে আমরা ভেবেছিলাম। কিছু লোক (পরোক্ষভাবে ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে) এক্ষেত্রে ৫০ বছর পিছনে ফিরে যাচ্ছেন। তাদের মনে রাখতে হবে এটা একবিংশ শতাব্দী, উনবিংশ শতাব্দী নয়। তাই তা প্রতিরোধে মার্কিনিদের এগিয়ে আসতে হবে।’ আর ওবামা বক্তব্যের কয়েক ঘণ্টাখানেক আগে নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাবেক প্রেসিডেন্ট বুশ। যুক্তরাষ্ট্রে বর্তমানে ‘গোঁড়ামি উৎসাহিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে বিশেষ করে মার্কিন তরুণদের মাঝে গণতন্ত্রের প্রতি সমর্থনের মাত্রা হ্রাস যে পেয়েছে তার কিছু লক্ষণ পরিলক্ষিত হচ্ছে বলেও বক্তব্যে জানিয়েছেন বুশ। সাবেক এ প্রেসিডেন্টের ভাষায়, ‘গোঁড়ামি মনে হচ্ছে উৎসাহিত হয়েছে। ষড়যন্ত্র তত্ত্ব ও স্পষ্ট জালিয়াতির কাছে আমাদের রাজনীতি অধিকতর দুর্বল হয়ে পড়েছে বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কখনো কখনো মনে হতে পারে যে, আমাদের একত্রিত করার শক্তির চেয়ে বরং আমাদের বিভক্ত করার শক্তি বেশি জোরালো হচ্ছে।’ গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই সাবেক দুই প্রেসিডেন্ট বুশ ও ওবামার কড়া সমালোচক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ দুজনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সম্ভবত সবচেয়ে বাজে’ প্রেসিডেন্ট হিসেবেও বর্ণনা করেছিলেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর