শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিএনপি ক্ষমতায় এলে কী হবে হাতাহাতি তার প্রমাণ : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে কী হবে আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের হাতাহাতিই তার প্রমাণ।

গতকাল সকালে গুলশান-২ ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে দলের সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে পরিমাণ নেতা-কর্মী খালেদাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার চেয়ে প্রধানমন্ত্রীর গণসংবর্ধনায় অনেক বেশি মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের  কারণে জনদুর্ভোগ হয়নি। আমাদের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে রাস্তার দুই ধারে অবস্থান নিয়েছিলেন। আর বিএনপির নেতা-কর্মীরা বিশৃঙ্খলভাবে রাস্তায় নেমে এসেছিলেন। আবার আইনজীবীদের হাতাহাতির ঘটনা দেখিয়ে দিয়েছে যে, তাদের আইনের প্রতি শ্রদ্ধা নেই। এমন বিশৃঙ্খল একটি দল আগামীতে ক্ষমতায় এলে দেশের কী অবস্থা হবে? এটা দেশের জনগণ হারে হারে উপলব্ধি করছে। মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। আজিজুল হক রানার পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেক খান, সহসভাপতি শেখ বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি প্রমুখ। পরে চারজন মেয়ে ও একজন ছেলেকে নতুন সদস্য পদ এবং উত্তরের সভাপতি-সাধারণ সম্পাদক নবায়নের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়াকে বিচারের নামে অসম্মান করার অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া ১৫০ বারেরও বেশি সময় নেওয়ার পাশাপাশি ৮ মাস মামলার বিচারকে বিলম্বিত করেছেন। এখন তিনিই হেনস্তার অভিযোগ করছেন। আসলে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে তিনিই আদালতকে হেনস্তা করছেন। আগামী নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে কাদের বলেন, নির্বাচনী এলাকায় যাদের জনপ্রিয়তা আছে শুধু তাদেরই মনোনয়ন দেওয়া হবে। যারা এরই মধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন তাদের সম্পর্কে খোঁজ রাখা হচ্ছে। তিনি বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সেবনকারী, সন্ত্রাসী-জঙ্গিবাদীকে আওয়ামী লীগের সদস্য করা যাবে না। এনামুল হক শামীম বলেন, আগামী নির্বাচনে মানুষের মন জয় করে আমাদের বিজয়ী হতে হবে। এ জন্য এখন থেকেই প্রত্যেক নেতা-কর্মীকে নির্বাচনী মাঠে নামতে হবে। সবার আগে প্রয়োজন দলের নেতা-কর্মীদের ঐক্য। তৃণমূল যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় এসেছে। আগামীতেও ঐক্যবদ্ধ থেকে টানা তৃতীয়বারের মতো দলকে ক্ষমতায় আনতে হবে।

সর্বশেষ খবর