শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না : ফখরুল

গাজীপুর প্রতিনিধি

বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগ ২৫টি আসনও পাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের ভাগ্যে ২৫টি আসনও জুটবে না। তাই বিএনপি যাতে আগামী নির্বাচনে আসতে না পারে সেজন্য আওয়ামী লীগ নানামুখী ষড়যন্ত্র করছে। এর ধারাবাহিকতায় বিএনপি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গুম-খুন করে ভয় দেখানো হচ্ছে। আমরা নির্বাচনে যেতে চাই। সেজন্য সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।’

গতকাল বিকালে গাজীপুরের কাপাসিয়ার ঘাঘটিয়াচালায় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগে তিনি প্রয়াত হান্নান শাহর কবর জিয়ারত করেন। সকাল থেকে বৈরী আবহাওয়া থাকার পরও নেতা-কর্মীর ভিড়ে স্মরণসভা জনসভায় পরিণত হয়ে যায়। কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হান্নান শাহর ছেলে শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, হান্নান শাহর ছোট ভাই মোবারক শাহ, হুমায়ুন কবীর খান, রফিকুল ইসলাম বাচ্চু, মেজর (অব.) মিজানুর রহমান, মজিবুর রহমান, মাজহারুল আলম, গাজীপুর জেলা নেতা খন্দকার আজিজুর রহমান পেরা, কাজী ছায়েদুল আলম বাবুল, সাখাওয়াত হোসেন সেলিম, জাকির হোসেন মিজান প্রমুখ। বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের আগেই সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। আমরা চাই, শান্তিপূর্ণ একটি নির্বাচন হোক। যেন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। তবে ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না।’ রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সরকার কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ সংকট সমাধানে জাতীয় ঐকমত্য সৃষ্টিতে দলমতনির্বিশেষে জাতীয় কনভেনশন আহ্বান করছি।’ মরহুম হান্নান শাহকে স্মরণ করে তিনি বলেন, ‘হান্নান শাহ ছিলেন একজন সৈনিক ও জাতীয় নেতা। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করেছেন। হান্নান শাহ ৭ নভেম্বরের সিপাহি বিপ্লবের সময় জিয়ার পাশে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনিভাবে ১/১১ সময়ও গণতন্ত্র রক্ষায় কথা বলেছেন। হান্নান শাহ দেশের দুর্যোগে ও দলের দুঃসময়ের কাণ্ডারি ছিলেন।’

সর্বশেষ খবর