শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গা শিবিরে যাবেন জর্ডানের রানী

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা শিবিরে যাবেন জর্ডানের রানী

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে আসছেন জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ। আগামী সপ্তাহে বিশেষ বিমানে চড়ে সরাসরি তিনি কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, মানবতার কল্যাণে বৈশ্বিকভাবে সামাজিক কার্যক্রম পরিচালনাকারী রানী

রানিয়ার কক্সবাজার সফর রোহিঙ্গা ইস্যুতে জনমত সৃষ্টি, বিশেষ করে ইস্যুটির ‘সংবেদনশীলতা’ বাড়বে। সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বাঙ্গনে এখন প্রতিনিয়ত সরব বাংলাদেশ। এ নিয়ে গতকালও সরকারের পক্ষে ঢাকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্রিফিং হয়েছে। সরকারের এসব পদক্ষেপের কারণে বিশ্ব নেতারা রোহিঙ্গাদের বিষয়ে সরব হয়েছেন। এর অংশ হিসেবে জর্ডানের রানী বাংলাদেশে আসছেন। জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতে তিনি সরাসরি কক্সবাজারে আসবেন। সেখান থেকে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। রানী রানিয়া রোহিঙ্গাদের সহযোগিতার জন্য পদক্ষেপ নেবেন। একই সঙ্গে বাংলাদেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রোহিঙ্গা বিষয় নিয়ে বৈঠক করবেন।

সর্বশেষ খবর