রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উন্নত দেশ গড়তে রাখুন আওয়ামী লীগকে : জয়

নিজস্ব প্রতিবেদক

উন্নত দেশ গড়তে রাখুন আওয়ামী লীগকে : জয়

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, কয়েক বছর আগেও বাংলাদেশকে বলা হতো ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করা হতো। বাংলাদেশ     জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল। কিন্তু এখন নেক্সট ইলেভেন অর্থনীতির দেশের একটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখুন। গতকাল বিকালে সাভারে শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্রে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন, মালয়েশিয়া যে দলটির নেতৃত্বে স্বাধীন হয়েছিল, সেই দলটি টানা ৪-৫ টার্ম ক্ষমতায় ছিল। এ কারণেই তারা উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে। কিন্তু স্বাধীন বাংলাদেশের ৪৬ বছরে মাত্র ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আমরা টানা মাত্র ৮ বছর ক্ষমতায় আছি। এতেই দেখুন দেশের কী পরিমাণ উন্নয়ন হয়েছে। ‘আমরা পারি, আমরা পারব’ এমন মন্তব্য করে জয় বলেন, কেউ কল্পনা করতে পারেনি আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারব। বিশ্বব্যাংক ভাবতে পারেনি আমরা পারব। তারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল। মনে করেছিল, আমরা বসে যাব। তাদের কাছে গিয়ে হাত-পা ধরব। কিন্তু তারা বুঝতে পারেনি, যারা যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জন করতে পারে, তারা কারও কাছে মাথা নত করে না।  তরুণদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, আপনারা স্বাধীনতার চেতনা কখনো ভুলবেন না। ভবিষ্যৎ প্রজন্মকেও  ভুলতে দেবেন না। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়া হয় মন্তব্য করে তিনি বলেন, পঁচাত্তরের আগস্টে জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসে। তারা বিশ্বের কাছে বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত করেছিল। আমাদের সুশীল সমাজের কিছু লোক আছে, যারা বিদেশে গিয়ে ছবি তুলে বাংলাদেশকে দেখিয়ে এনজিওর নামে টাকা আনত। এটা ছিল তাদের ব্যবসা। তারা কি দেশের প্রতিবন্ধীদের জন্য কোনো কাজ করেছে? তারা কি মেয়েদের ফুটবল খেলা শিখিয়েছে? তারা তো টাকা বিদেশে পাচার করেছে। প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, আজ তরুণরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, দেশের সমস্যা সমাধানে এগিয়ে আসছে, তা আগে দেখা যায়নি। ইয়ং বাংলা দেশের তরুণদের আত্মবিশ্বাসী করে তুলেছে। দেশের জন্য কাজ করতে উৎসাহী করেছে। তাদের কাজ থেকে আমি নিজেও উৎসাহিত হয়েছি। তিনি বলেন, তরুণরা আমাদের ভবিষ্যৎ নেতা। আমরা তাদের সুযোগ দিতে চাই। তাদের কাজের স্বীকৃতি দিতে চাই। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ দরজা খুলে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিশ্বের ধনী দেশগুলো যখন তাদের প্রতিবেশী দেশের মানুষের পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানাচ্ছে, তখন আমরা ছোট দেশ হলেও রোহিঙ্গাদের জন্য দরজা খুলে দিয়েছি। তাদের সহযোগিতার জন্য আমরা এগিয়ে গিয়েছি। এ জন্য আমরা কারও কাছেই হাত পাতিনি। এবার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যে কোনো ধরনের নিষ্ঠুরতা এবং সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রম, শিশুদের সামাজিক সহায়তা প্রদান, স্কুলে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, পথশিশু, শিশু বা প্রতিবন্ধীদের সহায়তা কার্যক্রম, অসহায় নারী, বৃদ্ধ, সংখ্যালঘু সম্প্রদায়, শরণার্থী, হতদরিদ্র ও সমাজের অসহায়দের সহায়ক কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নমূলক কাজের জন্য ৫০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। নিজেদের উদ্যোগে জনসেবামূলক কাজ করা তরুণদের উৎসাহ এবং আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি সব তরুণকে উদ্বুদ্ধ করতে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দিয়ে থাকে ‘ইয়াং বাংলা’ প্লাটফর্ম। ইয়াং বাংলার এ আয়োজনের পেছনে রয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

সর্বশেষ খবর