মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রতিবেশীদের মধ্যে সবার আগে বাংলাদেশ : সুষমা

দুই দিনের সফর শেষে দিল্লি ফিরে গেলেন

কূটনৈতিক প্রতিবেদক


প্রতিবেশীদের মধ্যে সবার আগে বাংলাদেশ : সুষমা

বারিধারায় গতকাল চ্যান্সেরি ভবন উদ্বোধনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ —বাংলাদেশ প্রতিদিন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, প্রতিবেশীদের অগ্রাধিকার দেওয়া ভারতের নীতি। এর মধ্যে বাংলাদেশ সবার ওপরে। কারণ প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশই ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকাল ঢাকায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্স ও ভারত সরকারের ৭১ দশমিক ৬৪ কোটি টাকা অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন শেষে সুষমা এসব কথা বলেন। দুই দিনের সফর শেষে গতকাল দুপুরে ঢাকা ত্যাগ করেন সুষমা স্বরাজ। ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় অংশ নিতে দুই দিনের সফরে রবিবার ঢাকা আসেন সুষমা স্বরাজ। বিকালে আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া ও বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সারি কমপ্লেক্সের উদ্বোধন শেষে ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করে একপর্যায়ে হিন্দিতে বলতে শুরু করেন সুষমা স্বরাজ। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে অসাধারণ। দুই দেশের মধ্যে অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে, তার সমাধানে দুই পক্ষই বন্ধুত্বের মেজাজে সঠিক পথে কাজ করছে। দুই দেশের শীর্ষ ব্যক্তিদের মধ্যে আনুষ্ঠানিক নয়, পারিবারিক সম্পর্ক বিরাজ করছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সুষমা বলেন, আমরা দুজন দাদা-দিদি সম্পর্ক পাতিয়ে ফেলেছি। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমরা দুই দেশ মিলে সব বিষয় সততার সঙ্গে মিটিয়ে ফেলব। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত এগিয়ে চলেছে। এই গতিতেই দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে যাবে। এ জন্য দুই দেশের পরবর্তী নেতৃত্ব তৈরিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের তরুণদের ওপর  বেশি করে বিনিয়োগ করতে হবে। এতে আমাদের ভবিষ্যৎ নিরাপদ থাকবে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ছিল দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আর তারই প্রমাণস্বরূপ চলতি বছর প্রায় ১৪ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেওয়ার আশা করছে তারা। এ সময় ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত এবং হিন্দি বিভাগের প্রধানদের হাতে ভারতের অনুদানের অর্থ দিয়ে ক্রয়কৃত সামগ্রী তুলে দেন সুষমা স্বরাজ। ভারত ও বাংলাদেশের দেশাত্মবোধক গান আর নাচ দিয়ে স্বাগত জানানো হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য অতিথিদের। ভারতীয় হাইকমিশনের নিজস্ব চ্যান্সারি ভবনের এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার  হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন। পরে বিশেষ বিমানে ঢাকার বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন সুষমা স্বরাজ।

সর্বশেষ খবর