মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমারে গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে

রানিয়া আল আবদুল্লাহ

জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধনকে বিশ্বের সবচেয়ে জঘন্যতম বর্বরতার ঘটনা আখ্যায়িত করে বলেছেন, মিয়ানমারের এই গণহত্যার বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে। সবাইকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে। রানী রানিয়া আল আবদুল্লাহ গতকাল দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি সকাল ১১টার দিকে ১৬ সদস্যের প্রতিনিধি দল নিয়ে জর্ডানের রাজধানী আম্মান থেকে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বেলা ১২টার দিকে তিনি রোহিঙ্গা ক্যাম্পে আসেন। প্রথমে তিনি ইউএনএইচসিআর পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরে রোহিঙ্গা শিশুদের স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে খেলাও করেন। ইউনিসেফসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড পরিদর্শন করতে তিনি প্রায় ৪ ঘণ্টা সময় ব্যয় করেন। সফরের সময় রানীর সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ জর্ডান দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে রানী রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, শুধু মানবিক কারণে নয়, ন্যায় বিচারের স্বার্থে বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে থাকতে হবে।

সর্বশেষ খবর