মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্লিজ, নির্বাচন বয়কট করবেন না

নিজস্ব প্রতিবেদক

প্লিজ, নির্বাচন বয়কট করবেন না

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এত অতিরিক্ত আশাবাদের পরও নির্বাচনে আসুন, আমাদের অনুরোধ। প্লিজ নির্বাচন বয়কট করবেন না। জাতীয় ও গণতন্ত্রের স্বার্থে আমরা চাই সব দল নির্বাচনে আসুক।’ তিনি বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচনে আসবে এটা জনগণেরও প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা।’ গতকাল বিকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বিএনপি আশাবাদী—দলটির মহাসচিবের এমন বক্তব্য কীভাবে দেখছেন? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি (সুষমা স্বরাজ) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন। বিএনপির সঙ্গে দেখা করে তিনি বলেছেন, আগামী নির্বাচন সবার অংশগ্রহণে হওয়ার। এতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন। আমরা তো আশাবাদী। আমরাও সবার অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। শেখ হাসিনা বরাবরই এ কথাটা বলে আসছেন। এখন বিএনপি কেন আশাবাদী? তারা কখনো আশাবাদী, আবার কখনো শ্রাবণের আকাশের কালো মেঘ তাদের মুখমণ্ডলে আসে।’ আওয়ামী লীগকে ২৫ সিট দেব—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, তারা কি ২৫ সিট দেওয়ার মালিক? তাদের কি মনে নেই, তারা যেবার আমাদের ৩০ সিট দেবে বলেছে, সেইবার তারাই ৩০ সিট পেয়েছিল!

 

সর্বশেষ খবর