মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করতে ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে মিয়ানমার গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলটি মিয়ানমারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর এ সফরে রাখাইন থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়াও মন্ত্রীর এ সফরে সীমান্ত নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হবে।  এ সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের দুই সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

সর্বশেষ খবর