বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ পরিবেশবান্ধব ২১ সালের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পরিবেশবান্ধব ২১ সালের মধ্যে

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে পরিবেশবান্ধব করে গড়ে তোলা হবে। তিনি গতকাল মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ইসলামিক দেশগুলোর পরিবেশ মন্ত্রীদের সপ্তম সম্মেলনে এ কথা বলেন। মন্ত্রণালয়ের একান্ত সচিব শাহ মোমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে উপমন্ত্রী জ্যাকব আরও বলেন, সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের  প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকার পরিবেশ সংক্রান্ত নীতি ও আইন যুগোপযোগী করে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করেছে। প্রকৃতি ও প্রতিবেশ— বিশেষত নদী, পাহাড়, বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষায় বাংলাদেশ সরকার খুবই সচেতন। উপমন্ত্রী এ সময় সোলারহোম সিস্টেম স্থাপনে বাংলাদেশের বৃহৎ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বর্তমান পরিবেশ বিপর্যয়, আর্থ-সামাজিক উন্নয়ন, সর্বোপরি টেকসই উন্নয়নের জন্য নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং নবায়নযোগ্য শক্তির পরিধি বৃদ্ধিতে ইসলামিক বিশ্বের নেতাদের আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সূচকের ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে সাফল্য লাভ করেছে, তারই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর