বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
২১ আগস্ট মামলায় রাষ্ট্রপক্ষ

তারেক সহায়তার আশ্বাস দেন হামলাকারীদের

আদালত প্রতিবেদক

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গতকাল তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহামন এ সময় বলেন, হাওয়া ভবনে বৈঠক করে বিএনপি নেতা তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন। গতকাল রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন ৩০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার বিচারকাজ চলছে। এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করে বলেন, ২০০৪ সালের আগস্টে আসামি মুফতি হান্নান ও তার সঙ্গীরা জানতে পারেন, সিলেটে গ্রেনেড হামলা ও গোপালগঞ্জে ছাত্রলীগ নেতা তুষার হত্যার প্রতিবাদে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শোক র‌্যালি ও প্রতিবাদ সভা হবে। এরপর তারা ওই জনসভায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের ওপর আর্জেস গ্রেনেড হামলার পরিকল্পনা ও সিদ্ধান্ত নেন। আসামি মুফতি হান্নান, মাওলানা আবু তাহের, শেখ ফরিদ ও মাওলানা তাজউদ্দিন একটি মাইক্রোবাসে করে হাওয়া ভবনে যান। ওই দিন হাওয়া ভবনের নিচতলায় নেতা মাওলানা আবদুর রশীদকে রেখে তারা দোতলায় তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, এনএসআইর মহাপরিচালক আবদুর রহিম ও সামরিক গোয়েন্দার পরিচালক ব্রিগেডিয়ার রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জঙ্গি নেতারা ওই বৈঠকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের হত্যায় সহযোগিতা চান। তারেক রহমান তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন। মুফতি হান্নান ২০০৫ সালে আদালতে জবানবন্দি দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ অন্যান্য জঙ্গি হামলার কথা প্রকাশ করেন।

সর্বশেষ খবর