সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অসুস্থ মহিউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অসুস্থ মহিউদ্দিনকে ঢাকায় স্থানান্তর

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়েছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কিডনি ডায়ালাইসিসের কাজ শুরু করা হয়েছিল। তিনি কার্ডিওলোজি বিভাগের ডাক্তার তৌহিদুজ্জামান ও কিডনির এক বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন। এ বি এম মহিউদ্দিনের ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আব্বার কিডনি ডায়ালাইসিসের কাজ শুরু হয়েছে। আজ সোমবার মেডিকেল বোর্ড বসবে। তিনি দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে বাবার জন্য দোয়া চান। প্রবীণ এই রাজনীতিক দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র ও কিডনির জটিলতায় ভুগছেন। শনিবার রাতেই চট্টগ্রামের একটি ক্লিনিকে ভর্তির পর রাত ৩টার দিকে অবস্থার অবনতি হলেও সকালে কিছুটা উন্নতি হয়। পরে বিকালে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। গতকাল সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন চৌধুরীকে দেখতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তার সুচিকিৎসার নির্দেশ প্রদান করেন। এ সময় ওবায়দুল কাদের এমপির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা এ কে এম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন প্রমুখ। এর আগে এ বি এম মহিউদ্দিনকে দেখতে হাসপাতালে যান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এদিকে শনিবার হাসপাতালে ভর্তি চট্টগ্রামের সাবেক মেয়রের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিতে সকালেই হাসপাতালে ছুটে যান মেয়র আ জ ম নাছির উদ্দিন। এদিকে, এ বি এম মহিউদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনায় চট্টগ্রামে রাজনৈতিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করেছেন।

সর্বশেষ খবর