বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার যাচ্ছেন আজ

দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বার্তা নিয়ে আজ মিয়ানমার যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রাখাইনের মানবিক সংকট নিয়ে মিয়ানমারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন টিলারসন। গণতান্ত্রিক পালাবদলের প্রতি মার্কিন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি টিলারসন রাখাইন সংকটে দায়ীদের বিচারের আওতায় আনতে মিয়ানমার সরকারের প্রতিনিধিদের আহ্বান জানাবেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের পাশাপাশি টিলারসন জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন সফরে যাবেন।

সু চিকে রোহিঙ্গাদের ফেরত নিতে বললেন গুতেরেস : নৃশংসতার হাত থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে দেওয়ার জন্য আবারও মিয়ানমারের নেত্রী অং সান সু চির প্রতি আহ্বান জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গতকাল সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সু চির সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান গুতেরেস। ম্যানিলায় আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা কথা বলেন। তবে বিস্মিত হওয়ার বিষয় হলো— ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের প্রায় সব দেশ ও সংস্থা রোহিঙ্গা ইস্যু নিয়ে সোচ্চার। কিন্তু আসিয়ানের সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি নেই। এ সংস্থার সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আছে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এবং অভিযুক্ত মিয়ানমার। আর এ সংকট এ অঞ্চলেরই। আসিয়ানের এজেন্ডায় এ ইস্যুটি না থাকায় এর সমালোচনা হচ্ছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে এ ঘটনা সংবাদ শিরোনাম হয়েছে। কিন্তু সম্মেলনে যোগ দিয়ে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করেছেন অ্যান্তনিও গুতেরেস। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এ ইস্যুতে। তিনি বলেছেন, কয়েক লাখ রোহিঙ্গার জোরপূর্বক বাস্তুহারা হওয়া একটি ট্র্যাজেডির ক্রমাবনতি। এতে তিনি উদ্বিগ্ন। তিনি এ সংকটকে এ অঞ্চলের অস্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী হাতিয়ার বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের মহাসচিব আশঙ্কা করেছেন, এতে উগ্রপন্থার উত্থানও হতে পারে। এর মধ্য দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রোহিঙ্গা সংকট সমাধানে সু চির ওপর জোরালো হলো আন্তর্জাতিক চাপ।

সর্বশেষ খবর