বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি নিয়োগে সময়ের বাধা নেই

প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার এখতিয়ার রাখেন রাষ্ট্রপতি। সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রপতি যখন চাইবেন, তখনই নিয়োগ দিতে পারবেন। গতকাল রাজধানীর বারিধারায় মাদক প্রতিরোধমূলক আয়োজনে এ মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। ‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগান সামনে রেখে প্রত্যয় মেডিকেল ক্লিনিক মাদক প্রতিরোধমূলক         এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কনসালট্যান্ট সৈয়দ ইমামুল হোসেন এবং প্রত্যয় মেডিকেল ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে প্রধান বিচারপতি নেই। এটি কোনো সমস্যা নয়। সংবিধানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বা পদত্যাগ করলে কী হবে বা কে দায়িত্ব পালন করবেন, তা বলা আছে। এ কারণে যখন সাবেক প্রধান বিচারপতি (সুরেন্দ্র কুমার সিনহা) ছুটিতে গেলেন, তখন বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করেন। এখন রাষ্ট্রপতি সময় অনুযায়ী নিয়োগ দেবেন। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি যেহেতু একেবারেই রাষ্ট্রপতির এখতিয়ার, তাই এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের বলার কিছু নেই। মাদক প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, আইন করে মাদক আসা-যাওয়া নিয়ন্ত্রণ করা যাবে না। এ জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে একযোগে সচেতন হতে হবে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনার বিষয়ে মাশরাফি বিন মর্তুজা বলেন, তরুণরা এখন সব ক্ষেত্রে দেশকে, বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। যারা মাদকে জড়িয়ে পড়ছে তারাও এই সম্ভাবনাময়দেরই একজন। তাই তাদের এই মরণ নেশার হাত থেকে বাঁচানোর দায়িত্ব সবার। মাদকাসক্ত ব্যক্তিদের মানসিকভাবে সহায়তা করে তাদের ফিরিয়ে আনতে হবে।

সর্বশেষ খবর