শিরোনাম
বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুর্দান্ত জয়ে সুপার ফোরের পথে রংপুর রাইডার্স

রাশেদুর রহমান, চট্টগ্রাম থেকে

পাকিস্তানি বোলার সোহেল তানভিরের একই ওভারে (দলীয় ১৭তম) দুই বার রবি বোপারার ক্যাচ মাটিতে ফেললেন সিলেট সিক্সার্সের দ্বাদশ প্লেয়ার শুভাগত হোম। একই স্থানে দুইবার ক্যাচ দিয়ে জীবন পেয়েও কাজে লাগাতে পারলেন না রবি বোপারা। কামরুল ইসলাম রাব্বির করা পরের ওভারেই রান আউটের শিকার হন তিনি। রংপুর রাইডার্সের তখনো প্রয়োজন ১৬ বলে ২৮ রান। আগেই সাজঘরে ফিরেছেন ক্রিস গেইল আর ব্রেন্ডন ম্যাককালামরা। রংপুর রাইডার্সের জন্য ম্যাচটা বেশ কঠিন হয়ে গেল! কিন্তু নিশ্চিন্ত ছিলেন কোচ টম মুডি এবং ড্রেসিং রুমের অন্যরা। মাশরাফি আছেন যে উইকেটে! রংপুর রাইডার্সের এই দুরন্ত অধিনায়ক আরও একবার ব্যাট হাতে দলের ত্রাতার ভূমিকা নিলেন। মাশরাফি বিন মর্তুজার দুরন্ত ব্যাটিংয়ে আবারও জিতল রংপুর রাইডার্স। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলে নিজেদের নবম ম্যাচে পঞ্চম জয় পেল বসুন্ধরা গ্রুপের এই দল। আগের ম্যাচে থিসারা পেরেরা ছয় মেরে দলকে জয় উপহার দিয়েছিলেন। গতকাল পেরেরা ছিলেন না। জাতীয় দলে যোগ দিতে চলে গেছেন এই লঙ্কান। তবে টিম ব্রেসনানের বলে ছয় না হলেও চার মেরে দলকে জয় উপহার দিলেন নাহিদুল ইসলাম। গতকাল সিলেট সিক্সার্সের করা ১৭৩ রানের জবাবে রংপুর রাইডার্স ১৭৭ রান করে ৬ উইকেট হারিয়ে। দুই বল হাতে রেখেই চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন মাশরাফিরা। সিলেট সিক্সার্সের বিপক্ষে প্রথম লেগেও জয় পেয়েছিল রংপুর রাইডার্স (৭রানে, মিরপুরে)। আগের ম্যাচের মতোই অধিনায়ক মাশরাফি খেলেন এক ঝড়োগতির ইনিংস। ১০ বলে ২টি ছক্কায় তিনি করেন ১৭ রান। এছাড়াও রংপুর রাইডার্সের পক্ষে ম্যাককালাম ৪৩, জিয়াউর ৩৬ এবং রবি বোপারা ৩৩ রান করেন। এর আগে সিলেট সিক্সার্সের ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান করেন বাবর আজম। এছাড়াও সাব্বির ৪৪ ও আন্দ্রে ফ্লেচার ২৬ রান করেন। রংপুরের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন নাজমুল ইসলাম। ম্যাচসেরার পুরস্কারও পান তিনিই। দারুণ এই জয়ে রংপুর রাইডার্স শেষ চারে নিজেদের স্থান আরও পাকাপোক্ত করে নিল। ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরেই আছেন মাশরাফিরা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স সমান পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থাকায় তিনে আছে। ১৩ পয়েন্ট নিয়ে খুলনা টাইটানস শীর্ষে এবং ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ঢাকা ডায়নামাইটস।

সর্বশেষ খবর