বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ছোট-বড় সবাই লুটপাটে জড়িত

নিজস্ব প্রতিবেদক

ছোট-বড় সবাই লুটপাটে জড়িত

বর্তমান সরকারের ছোট থেকে বড় সবাই ‘লুটপাটের সঙ্গে জড়িত’ বলে অভিযোগ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘এ সরকারের ছোট থেকে বড় যারাই আছেন সমানে লুটপাট করে যাচ্ছেন। এটা একটা লুটেরা সরকার। জনগণের দিকে তাকায় না, কেবল নিজেদের দিকে তাকায় আর নিজেদের চেলা-চামুণ্ডা তাদের দিকে  তাকায়। আমরা বলতে চাই, আর চলবে না। নো  নো। এ অন্যায়কে আর সহ্য করা হবে না। যারা অন্যায়কে সহ্য করবে, যে অন্যায় করে— সবাই সমান অপরাধী।  সেই অপরাধ আমরা করতে পারি না।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিকল্পধারা-জেএসডি-নাগরিক ঐক্যের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠান থেকে তিন দলের পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিপিবি-বাসদ-গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবসের হরতালে সমর্থনের ঘোষণা দেন। প্রতিবাদ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান,  জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনসহ তিন দলের নেতারা বক্তব্য দেন।

সর্বশেষ খবর