বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
ব্যাংকিং খাতে অস্থিরতা

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

দেওয়ান মুজিবুর

অনিয়ম ও দুর্নীতির ১০ অভিযোগের প্রমাণ পাওয়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ গতকাল সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা। শুভঙ্কর সাহা বলেন, দেওয়ান মুজিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক তদন্ত  করেছিল। তদন্তে দেখা গেছে, অনেক বোর্ড সভায় পরিচালকদের অনুপস্থিতি সত্ত্বেও বিধিবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে ১০টি গুরুতর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক এনআরবি কমার্শিয়ালের এমডিকে অপসারণের এই নির্দেশ দিয়েছে বলে শুভঙ্কর সাহা জানান। গত বছর বাংলাদেশ ব্যাংকের তদন্তে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে ৭০১ কোটি টাকার ঋণ অনুমোদনে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে এলে ওই ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর গত ২০ মার্চ কেন্দ্রীয় ব্যাংক থেকে এনআরবি কমার্শিয়ালের চেয়ারম্যান ও এমডিকে পাঠানো নোটিসে বলা হয়, চেয়ারম্যান ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ব্যাংক পরিচালনায় আমানতকারী ও জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। আর এমডি মুজিবুর রহমানও ব্যাংকের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে নোটিসে বলা হয়, যে গুরুতর প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটেছে তা ফৌজদারি অপরাধ। সে সময় অভিযোগের বিষয়গুলো জানিয়ে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী কারণ দর্শাও নোটিস দেওয়া হয় এমডি মুজিবুর রহমানকে। চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং এমডিকে কেন অপসারণ করা হবে না— তা জানতে চাওয়া হয় ওই নোটিসে। দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণের কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে বলা হয়েছে : পর্ষদ সদস্যদের অ?নৈ?তিকভাবে সু?বিধা প্রদানের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ঋণ বি?তরণে অ?নিয়ম করেছেন। আর এসব কারণে এম?ডি?কে অপসারণ করা হয়েছে। আগামী দুই বছর দেওয়ান মুজিবুর রহমান কোনো আর্থিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না বলেও চি?ঠিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর