শিরোনাম
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সরকারি-বেসরকারি কাজে চাই সমন্বয়

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি কাজে চাই সমন্বয়

অধ্যাপক রেহমান সোবহান

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য—এসডিজি অর্জন করতে সরকারি ও বেসরকারি খাতের কাজে সমন্বয় থাকা উচিত বলে মনে করেন প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। এসডিজি বাস্তবায়নে সরকারি উদ্যোগকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এনজিওদের কাজেও সমন্বয় থাকা চাই। এ ছাড়া এনজিওগুলোর কাজের অগ্রগতি তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মিত পর্যবেক্ষণে রাখা উচিত। এনজিওগুলোকে শুধু নিজেরা যে কাজ করছে তা নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না; অন্য কোনো খাতে কম কাজ হচ্ছে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গতকাল রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে সিটিজিনস প্লাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশ আয়োজিত ‘নাগরিক সম্মেলন-২০১৭’-এর উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ—সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি আরও বলেন, এসডিজি অর্জনে চর-হাওর অঞ্চলের বাসিন্দাদের মতো নির্দিষ্ট শ্রেণিগোষ্ঠীর জন্য লক্ষ্যনির্ভর কর্মসূচি নিতে হবে। আর ওই শ্রেণির সমস্যার সমাধান তাদের সঙ্গে কথা বলেই ঠিক করা উচিত। এই উদ্যোগে নাগরিক প্লাটফর্ম কীভাবে কাজ করবে, এর একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা উচিত। আবার বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিক্ষিপ্তভবে কাজ করবে, তা নয়। সবার কাজের সমন্বয় থাকতে হবে। সিটিজিনস প্লাটফর্ম ফর এসডিজিস, বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় ওই অধিবেশনে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপি’র ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি কিয়াকো সান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল ও রাশেদা কে চৌধুরী, সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ—ডিসিসিআই’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম। অনুষ্ঠানে গবেষণা ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপনা করেন সিপিডির রিসার্চ ফেলো ড. তৌফিকুল ইসলাম খান।  উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্যে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারকে অবশ্যই বাংলাদেশের নাগরিক সমাজের মধ্যে যারা এসডিজি বাস্তবায়নে যুক্ত আছে, তাদের প্রত্যক্ষভাবে দায়িত্ব নিয়ে অর্থায়ন করতে হবে। এটা আমাদের দেশের কাজ। দেশের অর্থ দিয়ে আমরা করতে চাই। বিদেশের কাছে আমাদের যাওয়ার তো কোনো কথা ছিল না। আমরা এসডিজি বাস্তবায়নে সরকারের সঙ্গে আমাদের একটা অংশীদারিত্বের সম্পর্ক তৈরি করতে হবে। এরজন্য একটা নীতিমালা প্রয়োজন। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, এসডিজি বাস্তবায়নে স্থানীয় সরকারকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আবার সব কাজের সঙ্গে সুশীল সমাজকে যুক্ত করতে হবে। স্থানীয় সরকার সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত। অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, প্রতিটি নাগরিকের জীবনের পরিবর্তন আনা যাবে এসডিজি বাস্তবায়নের মধ্যদিয়ে। রাশেদা কে চৌধুরী বলেন, আমরা এখন গেইমস অব নাম্বারের মধ্যে আছি। দেশে ৫ জনের একজন প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই ঝরে যায়। ড. মুস্তাফিজুর রহমান বলেন, এসডিজি বাস্তবায়ন হলে, মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হবে। পিছিয়ে যারা আছেন, তাদের সামনে আনতে কাজ করতে হবে। গড় উন্নয়ন থেকে বের হয়ে আসতে হবে। আসিফ ইব্রাহিম বলেন, বেসরকারি খাত এসডিজি বাস্তবায়নে সরকারকে সহায়তা করতে চায়।

সর্বশেষ খবর