বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন  চৌধুরীকে চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আলতাফের বিরুদ্ধে মামলা বাতিল প্রশ্নে ২০০৮ সালের একটি রুল খারিজ করে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। বিচারিক আদালতে          এ মামলা চলার ক্ষেত্রে হাই কোর্টের স্থগিতাদেশ তুলে  নেওয়া হয়েছে। ফলে এই আসামির বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার কার্যক্রম চালাতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষ দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি সাংবাদিকদের বলেন, চার সপ্তাহের মধ্যে আলতাফ  হোসেন চৌধুরীকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ করলে তার জামিনের বিষয়টি বিবেচনা করতেও বলা হয়েছে। বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে দুদক অভিযোগপত্র দেয়। এতে আসামিদের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উত্পাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়। খালেদাসহ আসামিরা মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালের ১৬ অক্টোবর হাই কোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করে। হাই কোর্টের সেই আদেশ আপিল বিভাগেও বহাল থাকায় বিচার ঝুলে যায়। রুলের শুনানি করে হাই কোর্ট ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর খারিজ করে। একইসঙ্গে মামলার ওপর স্থগিতাদেশ তুলে নেওয়া হলে অন্য আসামিদের বিচারের বাধা কাটলেও এতদিন পর আলতাফ হোসেনের বিচার স্থগিত ছিল।

সর্বশেষ খবর