সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

এরশাদ বললেন ১০০ জোট হলেও আমার কী

নিজস্ব প্রতিবেদক

‘দেশে ১০০ জোট হতে পারে, তাতে আমার কী?’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সম্প্রতি ৪টি রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোট। এ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন। গুলশানের ইমানুয়েল সেন্টারে সম্মিলিত জাতীয় জোটের ব্যানারে এ সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এরশাদ বলেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না। তারপরও রংপুরে আমাদের দলের, প্রার্থীর যে অবস্থান— তাতে আমরা জিতব।’ ভাতিজাকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, ‘সে আমার আপন ভাতিজা। আমার কথা না শুনলে দলে থাকার অধিকার তার নেই। কে ভাতিজা আর কে কি সেটা বড় কথা নয়। আমার কাছে দল বড়।’ আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। রংপুর সিটি করপোরেশন নির্বাচনের পর এ ব্যাপারে কথা বলব।’ এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রতিবাদে এরশাদ ১২ ডিসেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের মুখপাত্র জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভরায়, শরিক দল বাংলাদেশ জাতীয় জোট বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সংগঠনের মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান। এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এরশাদ এ সময় আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বিশ্বাস করি। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন বসেছে। আমরাও গোটা বিশ্বের সঙ্গে একাত্মতা ঘোষণা করে অবিলম্বে জেরুজালেমকে ইসরায়েলের দখলমুক্ত করার আহ্বান জানাচ্ছি।’

বাবলাকে বিজয়ী করার অঙ্গীকার : এদিকে গতকাল জাতীয় পার্টির ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলাকে পুনরায় লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার অঙ্গীকার করেছেন শ্যামপুর-কদমতলী থানার হিন্দু সম্প্রদায়। গতকাল রাতে রাজধানীর পোস্তগোলা মহাশ্মশানে মহোৎসবের সমাপনী দিনে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ হাত তুলে ও উলুধ্বনী দিয়ে এ অঙ্গীকার করেন। এ সময় বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর